তেরখাদা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এ্যম্বুলেন্স গ্রহণ
গতকাল বৃহস্পতিবার দুপুরে ১০২ খুলনা-৪ আসনের তেরখাদা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২টি সরকারী এ্যাম্বুলেন্স গ্রহণ করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মূর্শেদী। ঢাকাস্থ কেন্দ্রীয় ঔষুধাঘার (সিএমএসডি) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র হাতে এ্যম্বুলেন্স দু’টির চাবি তুলে দেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (এমপি)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী আব্দুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি), শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান (এমপি) ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুহাম্মদ মুরাদ হাসান (এমপি) প্রমুখ।
সূত্র জানায়, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন এ্যম্বুলেন্স দুটি খুড়িয়ে খুড়িয়ে চলার কারণে দুটি উপজেলার সাধারণ রোগীদের চরম বিড়ম্বনাসহ অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী গতকাল সরকারি এম্বুলেন্স দুটি গ্রহণ করায় দুটি উপজেলার সকল শ্রেণি পেশার লোকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র অভাবনীয় সাফল্যের জন্যে রূপসা তেরখাদা ও দিঘলিয়াবাসী তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।