May 20, 2024
আঞ্চলিক

ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় কেশবপুরে সতর্কবার্তা

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

ঘূর্ণিঝড় ফণীর মোকাবেলায় কেশবপুর উপজেলা প্রশাসনের সতর্ক বার্তা প্রদান করেছেন। সর্বসাধারণের অবগতি ও পূর্ব প্রস্তুতির জন্য জানানো হয়েছে যে, অতি সম্প্রতি গভীর সুমুদ্রে সৃষ্ট শক্তিশালী সাইক্লোন ফনি আগামী ৪ মে শনিবার বাংলাদেশের কয়েকটি জেলার উপর দিয়ে অতিক্রম করতে পারে মর্মে আবহাওয়া বিভাগ থেকে সতর্কবার্তা প্রদান করেছে।

ঘূর্ণিঝড়ে দমকা থেকে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার বেড়ে বয়ে যেতে পারে। ফলে উক্ত সাইক্লোন ফনির প্রভাবে কেশবপুর উপজেলায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে জনসাধারণকে আতংকিত না হয়ে প্রয়োজনীয় শুকনা খাবার, দিয়াশলাই, মোমবাতি, সাবান, বিশুদ্ধ পানি, জরুরী ঔষুধপত্র ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ করে সতর্কথাকার জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান  উপজেলা বাসিকে অনুরোধ করেছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *