তেরখাদায় ভূমি সেবা সপ্তাহের র্যালী
তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় গতকাল ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ উপলক্ষ্যে সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি তেরখাদা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্সসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।