January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

তেরখাদায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো- উপজেলার আদমপুর গ্রামের মিল্টন শেখের পুত্র আরমান শেখ (৭) ও অর্জুনা বলর্দ্বনা গ্রামের আরিফ শেখের পুত্র ইব্রাহিম শেখ (৮)। বুধবার বেলা ২টায় তাদের মৃত্যু হয়।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টায় আরমান ইব্রাহিমদের বাড়িতে খেলা করতে যায়। তারা দু’জন খেলা করতে করতে একসময় নৌকা নিয়ে পানিতে শাপলা তুলতে যায়। তখন তারা পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ পর তাদের মাতা পিতা তাদের কে না পেয়ে খোঁজ খবর করতে থাকে। এক পর্যায়ে শিশু দুটিকে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। ততক্ষণে তারা মৃত্যুবরণ করেছে।
এই ঘটনার সংবাদ পেয়ে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কারও বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা দেখিয়ে লাশ দাফনের ব্যবস্থা করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *