April 24, 2024
জাতীয়লেটেস্ট

তিস্তা চুক্তি নিয়ে আমরা আশাবাদী : পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবন্টন নিয়ে আলোচনা হয়েছে। তিস্তা চুক্তি নিয়ে আমরা আশাবাদী। গতকাল শনিবার দিলি­ সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবন্টন নিয়ে আলোচনা হয়েছে। আমরা শুধু তিস্তা নয়, ৫৪টি অভিন্ন নদীর পানিবন্টন সমস্যার সমাধান চাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহায়তা চেয়েছি। আমরা চাই রোহিঙ্গারা তাড়াতাড়ি নিজ দেশে ফিরে যাক।
ভারত সফরের বিষয়ে আব্দুল মোমেন বলেন, ভারত সফর সফল হয়েছে। সেখানে খুব আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক হয়েছে। সে সব বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
দিলি­তে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন- জেসিসি বৈঠকে যোগ দিতে বুধবার দিলি­র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ড. মোমেন। পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর ড. এ কে আব্দুল মোমেনের এটাই প্রথম বিদেশ সফর।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *