November 25, 2024
জাতীয়লেটেস্ট

তিন দিনের সফরে ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত

 

তিন দিনের সফরে ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ‘ভবিষ্যৎ কৌশল’ বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশে আসবেন তিনি। ঢাকার দক্ষিণ কোরিয়ান দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে। সফরকালে তিনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রী, পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া এ বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করছে।

বিশেষ দূত জ্যাং সুং মিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে নীতি প্রণয়নে সহায়তা করে আসছেন।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেছেন, বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ক্ষেত্রে এই বছরটি গুরুত্বপূর্ণ হবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা চলছে। আর এই বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন: