April 25, 2024
জাতীয়

তিন জেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক
বৈরী আবহাওয়ায় দেশের তিন জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকালমঙ্গলবার ক্ষেত-খামারে কাজ করার সময় তারা বজ্রাহত হন।
ফেনী : ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া গ্রামে বজ্রপাতে মারা যান নূরুল আফছার মিলন (৪০) নামের এক ব্যক্তি। নূরুল ওই গ্রামের আহসান উল­াহ মিয়ার ছেলে।
চর চান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, ভোরে এলাকায় মহিষের খামারে কাজ করার সময় বজ্রপাতে মিলন আহত হন। স্থানীয়রা তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভেরনবাড়িয়া গ্রামে ব্রজপাতে আব্দুল রশিদ হাওলাদার (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রশিদের চাচাত ভাই জাহেদুল ইসলাম লাবু জানান, সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলে রশিদ বাড়ির পাশে মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঝালকাঠিতে সকাল থেকে দুর্যোগপূণ আবহাওয়া দেখা যাচ্ছে। জেলাজুড়ে থেমে থেমে দমকা হাওয়ার সঙ্গে ব্রজসহ বৃষ্টি হচ্ছে বলে বিভিন্ন এলাকা থেকে খবর মিলেছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট প্রায় জনশূন্য।
যশোর : যশোরের শার্শা উপজেলায় মারা গেছেন আরদিন হোসেন (৩৫) নামে এক ইটশ্রমিক। আরদিন উপজেলার বাগাডাঙ্গা গ্রামের লবা উদ্দিনের ছেলে। বেনাপোলে এআর ব্রিকস নামে একটি ইটভাটায় কাজ করতেন তিনি। বাগআচড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন বলেন, বিকেলে ইটভাটায় কাজ করার সময় বৃষ্টিপাত শুরু হয়। আরদিন ভাটার টিনশেডে আশ্রয় নেন। হঠাৎ টিনশেডের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *