তাপমাত্রা বাড়ছে, শৈত্য প্রবাহ আরো প্রশমিত হবে
একদিনের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে শৈত্য প্রবাহের ব্যাপ্তি। তাপমাত্রাও বেড়েছে।
ফলে শৈত্য প্রবাহ আরো প্রশমিত হওয়ার আভাস রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
এছাড়া শৈত্য প্রবাহ বর্তমানে চার অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, আগেরদিন যা ১০ অঞ্চলে ছিল।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান। সুস্পষ্ট লঘুচাপটি উত্তর সুমাত্রা উপকূলের অদূরে দক্ষিণ আন্দামান সাগরে বিরাজ করছে।
এই অবস্থায় বুধবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে।
বর্তমানে পঞ্চগড়, যশোর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। ঢাকায় পশ্চিমউত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫-১ কি.মি.। শুক্রবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।