April 25, 2024
জাতীয়

ঢাকা-আগরতলা ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

নয়াদিলি­ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেখানে বৈঠক করেছেন

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এই

বৈঠকের কথা শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

দফতর। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে

আলোচনার পাশাপাশি কথা হয়েছে ঢাকা-আগরতলা ফ্লাইট চালু নিয়েও।

এতে বলা হয়, বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন বিষয়ে উন্নতির জন্য

প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী ত্রিপুরার

সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যকে আরও সহজতর করার কথা

বলেন। পাশাপাশি আগরতলা-ঢাকার মধ্যে বিমান পরিসেবা চালু করার জন্যও

 

বলেন। এই অনুরোধে শেখ হাসিনা সম্মতিও প্রকাশ করেছেন এবং দ্রুত

পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর

মধ্যে আসন্ন বৈঠকে যে সমঝোতা ও চুক্তি হবে তার মধ্যে ত্রিপুরার বিষয়ও

রয়েছে। বাংলাদেশ সরকার ভারত সরকারের সম্মতিক্রমে ত্রিপুরার সোনামুড়া ও

বাংলাদেশের মধ্যে তৈরি হতে যাওয়া জলপথকে ‘আন্তর্জাতিক প্রটোকল

রুট’ হিসেবে ঘোষণা করতেও রাজি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *