April 27, 2024
জাতীয়

ঢাকার আট থানার ওসি বদল

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ক্যাসিনোকাণ্ডে আলোচিত মতিঝিল থানাসহ ঢাকার আট থানার ওসিকে

বদলে দিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ সদর দপ্তর থেকে গতকাল মঙ্গলবার এসব

বদলির আদেশ জারি করা হয়। মতিঝিল থানার ওসি মো. ওমর ফারুককে থানা

থেকে সরিয়ে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর

বিভাগে।

একইভাবে মিরপুর মডেল থানার ওসি মো. দাদন ফকিরকে মহানগর গোয়েন্দা

পুলিশের দক্ষিণ বিভাগ এবং কোতোয়ালি থানার ওসি মো. সাহিদুর

রহমানকে মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকার মতিঝিল এলাকায় বেশ কয়েকটি

ক্রীড়া ক্লাবে র‌্যাবের অভিযানে অবৈধভাবে ক্যাসিনো চালানোর ঘটনা ধরা

পড়ে। পুলিশের নাকের ডগায় কীভাবে এসব জুয়ার আসর চলছিল, সেই প্রশ্ন

তখন ওঠে।

মতিঝিল থানা থেকে ওমর ফারুককে সরিয়ে ওসির দায়িত্বে আনা হয়েছে

কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে। উত্তরা-পূর্ব

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্র কলাবাগান থানার ওসির

দায়িত্ব পেয়েছেন।

মিরপুর থানার ওসির দায়িত্বে এসেছেন খিলক্ষেত থানার ওসি মো.

মোস্তাজিরুর রহমান। আর বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ

বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসির দায়িত্ব পেয়েছেন শ্যামপুর থানার ওসি মো.

মিজানুর রহমান। আর সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.

মফিজুল আলমকে শ্যামপুর থানার ওসির দায়িত্বে পাঠানো হয়েছে।

চাকরি দেওয়ার কথা বলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের

অভিযোগে পল্টন থানার ওসি মাহমুদুল হককে সোমবারই সাময়িক

বরখাস্তের আদেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার পল্টন থানার ওসির দায়িত্ব দেওয়া

 

হয়েছে ভাটারা থানার ওসি মো. আবু বকর সিদ্দিককে। আর ভাটারা থানার

ওসির দায়িত্ব পেয়েছেন বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)

মোক্তারুজ্জামান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *