May 20, 2024
জাতীয়

ঢাকামুখী মানুষের ঢল দৌলতদিয়ায়, নেই কোনো তদারকি

দেশের অঘোষিত লকডাউন উপেক্ষা করে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় করেছেন ঢাকামুখী যাত্রীরা। যাত্রীরা সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে গায়ে গা ঘেঁষে নদী পার হচ্ছেন। এদের অধিকাংশ পোশাক শ্রমিক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দৌলতদিয়া ফেরিঘাটে এমন দৃশ্য দেখা যায়।

লকডাউনের কারণে মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও চাকরি হারানোর ভয় ও জীবিকার তাগিদে এসব যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে যাচ্ছেন।

তবে ঘাট এলাকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

অপরদিকে গত ২৬ এপ্রিল দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির দুই কর্মীর করোনা পজিটিভ হওয়ায় আতঙ্ক বিরাজ করছে ঘাট এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। এর মধ্যে দৌলতদিয়া ঘাট দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত শুরু হয়েছে।

ঢাকাগামী গার্মেন্টস কর্মীরা জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কাজে যোগদানের জন্য ফোন ও এসএমএস করেছে। সময়মতো কাজে যোগ না দিলে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছে। এজন্য করোনা ভাইরাসের ঝুঁকি রয়েছে জেনেও চাকরি বাঁচাতে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন তারা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। মাত্র ৫টি ফেরি দিয়ে জরুরিসেবার যানবাহন পার করা হচ্ছে। তবে যাত্রী পারাপারের বিষয়টি জেলা প্রশাসন তদারকি করছে

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *