ডেঙ্গু প্রতিরোধে ও খালেদার মুক্তির দাবিতে বিএনপির লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
ডেঙ্গু প্রতিরোধ এবং খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে ধারাবাহিক কর্মসুচির অংশ হিসাবে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় প্রচার লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের ৬৪ জেলাতে ডেঙ্গু রোগী মহামারী আকার ধারণ করায় সরকারের প্রতি জরুরী ভিত্তিতে বিষয়টিকে কোন প্রকার গুজব বলে উড়িয়ে না দিয়ে জাতীয় দূর্যোগ ঘোষনা করার আহবান জানান। কেন্দ্রীয় লিফলেটের পাশাপাশি খুলনা মহানগর বিএনপির খালেদা জিয়ার মুক্তি এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
সকালে ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া প্রচার অভিযান ফুলবাড়ীগেট বাজার, মীরেরডাঙ্গা, সেনপাড়া, যোগিপোল, যাব্দিপুর সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক শফিকুল আলম মুন্সি, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আলমগীর হোসেন, এনামুল হাসান ডায়ম›ন্ড, তোকাচ্ছের আলী, শেখ মোক্তার হোসেন, মেম্বর গোলাম কিবরিয়া, মীনা মুরাদ হোসেন, মুন্সি আ ঃরব, এমদাদুল হক, দিদারুল ইসলাম লাভলু, মোল্যা সোলায়মান, মিজানুর রহমান, আলহাজ্জ আলামিন, আঃ রহমান, মোঃ আফসার আলী, হেলাল শরিফ, শাহাদাৎ হোসেন সাজু, হিট্টু, আসলাম হোসেন, মোঃ রফিকুল ইসলাম, পলাশ মোল্যা, শহিদুল ইসলাম, সেকেন্দার হাওলাদার, বিপ্লব প্রমুখ।