May 4, 2024
জাতীয়

ডেঙ্গু : জরুরি অবস্থা ঘোষণার তাগিদ মির্জা ফখরুলের

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ডেঙ্গু মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সারা দেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আমরা বিশেষজ্ঞদের কাছে শুনতে পেরেছি, এটা কনটিনিউ করবে। এ কারণে জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি ভিত্তিতে এর মোকাবিলা করা দরকার সম্মিলিতভাবেই। কিছুটা যুদ্ধকালীন অবস্থার মতো করা দরকার। কারণ, এখন সময় খুব কম।

গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কয়েকজনকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ল্যাবএইডে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ কয়েকজন রোগীকে দেখতে যান বিএনপির মহাসচিব।

এ সময়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক এ কে এম আজিজুল হক, ড্যাবের নেতা অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক আবদুস সালাম, ডা. আবদুস সেলিম, ডা. জহিরুল ইসলাম সাকিল, ডা. এ টি এম ফরিদ, ডা. শাহ আমানউল­াহ, ডা. এফরানুল হক সিদ্দিকী, ডা. পারভেজ রেজা কাকন, ডা. মো. আবু জাফর, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *