May 3, 2024
জাতীয়

ডেঙ্গু আক্রান্ত রোগী ২২ শতাংশ কমেছে

দক্ষিণাঞ্চল ডেস্ক

বর্তমান সরকারের নানা মুখি পদক্ষেপের কারণে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ২২ শতাংশ।

চলতি বছরের শুরু থেকে আজ শনিবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৮০ হাজার ৫৬৭ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৩৬৮ জন। এ পর্যন্ত ৯৬ শতাংশ মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৯৯৬ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ২৮৫ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৭১১ জন। গত ২৪ ঘন্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৪৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় (১৩ সেপ্টম্বর সকাল ৮ টা থেকে ১৪ সেপ্টম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপসাতালে ভর্তি হয়েছেন ৫২৭ জন। এর মধ্যে ঢাকায় ১৫৬ জন এবং ঢাকার বাইরে ৩৭১ জন। এ যাবত ডেঙ্গু রোগে ৬০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪, মিটফোর্ড হাসপাতালে ২২, ঢাকা শিশু হাসপাতালে ২, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৫, বিএসএমএমইউতে ১১, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২, সম্মলিত সামরিক হাসপাতালে ৪ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে ১ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৬ জন, খুলনা বিভাগে ১৪৩ জন, রংপুর বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ৪৯জন, সিলেট বিভাগে ৯জন ও ময়মনসিংহ বিভাগে ৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *