ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত যুবকের মৃত্যু
দ. প্রতিবেদক
ডুমুরিয়ার সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, গত ২৬ অক্টোবর রাত সোয়া ৭টার দিকে ডুমুরিয়ার জিলেরডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় অজ্ঞাত এক যুবককে (২৫) উদ্ধার করে স্থানীয় জনতা। এরপর ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার আক্তার হোসেন আহত যুবককে পৌনে ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে।
এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে (তাং ৩০/১০/২০২০, নং-১৭০৬)। অজ্ঞাত যুবকের পরিচয় না পাওয়া গেলে তার মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে। কেউ নিহত অজ্ঞাত যুবকের পরিচয় জেনে থাকলে সোনাডাঙ্গা মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ