ডুমুরিয়ায় পিকআপ ভ্যানচাপায় যুবক নিহত
দ. প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় আহসান হাবিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহসান সাতক্ষীরা জেলার দেবহাটা গোপাখালী গ্রামের আবুল কাসেমের ছেলে।
পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, আহসান হাবিব মোটরসাইকেল যোগে খুলনা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় একই দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুকনগর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দীন জানান, আহসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ