ডুমুরিয়ায় অস্ত্র মামলায় চরমপন্থী নেতার ১৭ বছরের কারাদণ্ড
দ. প্রতিবেদক
খুলনায় অস্ত্র আইনের মামলায় রফিক জোয়ার্দারকে (৪৮) ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট হেমন্ত কুমার সরকার।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সলের ১৬ অক্টোবর রাত ৪টায় ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে রফিক জোয়ার্দারকে গ্রেফতার করা হয়। সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। তার নামে ডুমুরিয়া থানায় ২১টি ও যশোর থানায় ২টি মামলা রয়েছে। রফিককে একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
ওই ঘটনায় ডুমুরিয়া থানার এসআই গোলাম কিবরিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. তফিকুল ইসলাম রফিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ