ডিসেম্বরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সামনে রেখে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তার এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফরে যাচ্ছেন। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বেশ কয়েকটি চুক্তি হতে পারে। সেসব চুক্তি নিয়ে আলোচনা করতেই দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে তাদের মধ্যে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবন্টন, বাণিজ্য, রেল যোগাযোগ, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন। সে সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন।