November 29, 2024
বিনোদন জগৎ

ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বলিউডের ৮ সিনেমা

লকডাউনের কারণে থেমে আছে সব। সিনেমা হল বন্ধ থাকায় নতুন কোনো ছবিও মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। প্রযোজকরা পড়েছেন বিপাকে। অবশেষে এই অবস্থা থেকে মুক্তি পেতে বিকল্প উপায়ে ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন বলিউডের অনেক প্রযোজক ও নির্মাতারা।

অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি-তে (ওভার দ্যা টপ) এ মুক্তি পেতে যাচ্ছে বলিউডে ৭টি সিনেমা। এই ছবিগুলোর মধ্যে আছে অক্ষয়ের ´লক্ষী বোম্ব´, বিক্রম বাত্রার বায়োপিক ´শেরশাহ´, জাহ্নবী কাপুরের ´গুঞ্জন সাক্সসেনা: দ্যা কার্গিল গার্ল´, সুজিত সরকারের ´গুলাব সিতাবো´, অমিতাভের ´চেহরে´, ´ঝুন্ড´ ও বিদ্যা বালানের ´শকুন্তলা দেবী’।

এদিকে আগামী বৃহস্পতিবার (২১ মে) জি ফাইভে মুক্তি পাবে নওয়াজউদ্দিন ও অনুরাগ ক্যাশপ অভিনীত ´ধুমকেতু´ ছবিটি। পরবর্তীতে পর্যায়ক্রমে অ্যামাজন প্রাইম, হটস্টার ও নেটফ্লিক্সের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে রিলিজ করা হবে ছবিগুলো।

জানা গেছে, একে একে আগামী দুই মাসের মধ্যেই ছবিগুলো মুক্তি দেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *