December 23, 2024
জাতীয়

ডিআইজি মিজানের ভাগ্নে এসআই মাহমুদুল কারাগারে

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

দুর্নীতির মামলায় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ভাগ্নে উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন নাকচ করে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী কাজী নাজিবুল­াহ হীরু ও শাহীনুল ইসলাম। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় একই বিচারক মঙ্গলবার পুলিশের সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানকে কারাগারে পাঠান।

সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রতœা, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগ্নে কোতোয়ালী থানার এসআই মাহমুদুলের বিরুদ্ধে ২৪ জুন মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের বিরুদ্ধে তিন কোটি সাত লাখ ৫ হাজার ২১ টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *