ডা. মেহেদী’র সুস্থতা কামনায় খুলনা সোসাইটির বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনায় প্রথম করোনা রোগী শনাক্তকারী চিকিৎসক ও খুলনা সোসাইটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মেহেদী হাসান (৩০) করোনাভাইরাসে আক্রান্ত। করোনাকালীন সময়ে একটানা পুরো সময়টা সিভিল সার্জন খুলনার পক্ষে করোনা রোগীর বাসা লকডাউন, রোগীর চিকিৎসা, ফলোআপ কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি। তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা সোসাইটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা সোসাইটির উপদেষ্টা ড. সৈয়দ হাফিজুর রহমান, এ্যাড. শাহনেওয়াজ বাবুল, মো: আবু তৈয়ব মুন্সী ও আজিজুল হাসান দুলু, চীফ ট্রেইনার মো: মাহাবুব আলম, চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, কো-চেয়ারম্যান আজগার বিশ্বাস তারা, ভাইস-চেয়ারম্যান এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মো: আব্দুস সালাম শিমুল, আতাউর রহমান শিকদার রাজু, মহাসচিব ফারহানা চৌধুরী কনিকা, যুগ্ম মহাসচিব এস এম ময়েজ উদ্দিন চুন্নু, সাইফুর রহমান সুজন, ওয়াহিদ জামান ও ইঞ্জি. মিজানুর রহমান, সম্পাদকমণ্ডলীর সারিকা জামান রুনা, জি এম শহিদুল ইসলাম, ইঞ্জি. সাব্বির হোসেন ও শেখ সাদিকুর রশিদ অভি, কাজী আইনুল মুন, ইসরাত আমিন শাবানা, প্রফেসর তাসরিনা বেগম, ডা: প্রদীপ দেবনাথ, ডা: দেবাশিষ সরকার, আব্দুল জলিল সাগর, মো. জয়নাল ফরাজী, শেখ সুমনা আহমেদ, গোপাল কর্মকার, কাজী মাহফুজুর রহমান, এস এম মিশকাতুল ইসলাম, মো: মাসুদ রানা, ইঞ্জি: আরিফুল ইসলাম, ইঞ্জি: হাসিবুর রহমান ইমন, ডা: মো: নজরুল ইসলাম, সদস্য বেগ রফিকুল ইসলাম, তৈয়বা খাতুন চেমি, প্রফেসর আহমেদুল কবির চাইনিজ, রফিকুল ইসলাম পিটু, মো: নুর ইসলাম, সাজিনা ইসলাম, ডা: বিষ্ণুপদ সাহা, ডা: চয়ন বিশ্বাস, কাজী আসমা আজমেরী, ইমরুল কায়েস জুয়েল, এস এম বদরুল আলম রয়েল, মো: তারেক হাসান, ডা. কামাল উদ্দিন, ইয়াফেস ইসতিহাদ দ্বীপ।