May 5, 2024
করোনাজাতীয়লেটেস্ট

ডা. জাফরুল্লাহর ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ কমেছে

করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর (৭৯) ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ কিছুটা কমেছে।

বুধবার (১০ জুন ) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজের বরাত দিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়া সংক্রমণ কিছুটা কমেছে। তাকে অক্সিজেন দেয়ার মাত্রাও গতকালের থেকে কমেছে। তিনি পুর্বের চেয়ে ভালো বোধ করছেন।’

ফরহাদ হোসেন আরও বলেন, ‘জাফরুল্লাহ স্যারের শারীরিক অবস্থা আগের থেকে ভালো। তিনি নিজেই খাবার গ্রহণ করছেন।’

গতকাল (৯ জুন) ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে গুরুতর নিউমোনিয়াজনিত সংক্রমণের ফলে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি অনালাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের তৈরি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৫ মে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই ফলাফল আসে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলেও বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *