April 24, 2024
জাতীয়

ডাকসু: পুনর্নির্বাচন চেয়ে অনশনে ৫ স্বতন্ত্রপ্রার্থী

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচনের দাবিতে অনশনে বসেছেন পাঁচ স্বতন্ত্র প্রার্থী।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তারা।

অনশনকারীরা হলেন- ডাকসুতে ছাত্র পরিবহন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগরে চতুর্থ বর্ষের ছাত্র তাওহীদ তানজীম, জগন্নাথ হল সংসদের সদস্য প্রার্থী দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অনিন্দ্য মন্ডল, শহীদুল্লাহ হল সংসদে সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পদার্থ বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী শোয়েব মাহমুদ, হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী পপুলেশন সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মাইনুদ্দিন ও ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের রনি হোসেন।

অনশনের বিষয়ে শোয়েব মাহমুদ বাংলানিউজকে বলেন, শিক্ষকদের নিয়ন্ত্রণে জালিয়াতি ও ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে। যেটি আমাকে লজ্জিত করেছে। সেই লজ্জাবোধ থেকেই আমি অনশনে বসেছি। আমরা চাই একিটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

তাওহীদ তানজিম বলেন, আমি হারতে রাজি আছি। কিন্তু সেটি হতে হবে একটি সুষ্ঠু নির্বাচন।

অপরদিকে প্রগতিশীল ছাত্রঐক্য ও স্বতন্ত্র জোট তাদের প্রতি সমর্থন জানিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *