April 28, 2024
আন্তর্জাতিক

‘ট্রাম্পকে হত্যায়’ তিন মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা ইরানি আইন প্রণেতার

একজন ইরানি আইন প্রণেতা মঙ্গলবার শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানী হত্যার প্রতিশোধে ‘কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে’ তাকে তিন মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবেন বলে ঘোষণা করেছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ এ কথা জানায়। খবর এএফপি’র।
আহমাদ হামজাহ নামে স্বল্পখ্যাত মজলিশ সদস্য, কেরমানবাসীর পক্ষ থেকে এ ঘোষণা দেন। কাসেম সোলেমানীর নিজের শহর কেরমান এবং সেখানেই তিনি চির নিদ্রায় শায়িত হয়েছেন।
কেরমানের দক্ষিণাঞ্চলীয় নগরী কানৌজ কান্টির প্রতিনিধি হামজার বক্তব্য উদ্ধৃত করে আইএসএনএ এ কথা জানায়। তিনি বলেন, ‘কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে’ আমরা তাকে তিন মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবো।’
সংসদ নির্বাচনের একমাস আগে তিনি এ ঘোষণা দিলেন। অবশ্য এই পুরস্কারের টাকা কে দিবে এ সম্পর্কে তিনি কিছু বলেননি।
ইরানের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব সোলায়মানি, গত ৩ জানুয়ারি বাগদাদের বিমান বন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *