টেকনাফে বিজিবির মাদকবিরোধী অভিযানে নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
কক্সবাজারের টেকনাফে বিজিবির মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই মাদক চোরাকারবারি নিহত হয়েছেন, যাদের একজন রোহিঙ্গা। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ে নাফ নদীর সংলগ্ন এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বিজিবির-২ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর শরীারল ইসলাম জোমাদ্দারের ভাষ্য।
নিহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার হাবিবুর রহমান (২০) এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর মোহাম্মদ কামাল (২২)।
মেজর শরীারল বলেন, মিয়ানমার থেকে ‘ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল হোয়াইক্যংয়ে নাফ নদীর কিনারে অবস্থান নেয়। সেখানে মাদক পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়। পরে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেলেও আরো কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
গুলিবিদ্ধ দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এই বিজিবি কর্মকর্তা। তিনি বলেন, এ অভিযানে ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।