টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার, আটক ১
দক্ষিণাঞ্চল ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অটোরিকশায় করে পাচারের সময় এক লাখ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আজিম জানান, রোববার বেলা ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। আটক আব্দুল আমিনের (২৯) বাড়ি ওই এলাকায়।
আজিম বলেন, একটি অটোরিকশায় করে ইয়াবার বড় একটি চালান পাচারের খবরে র্যাব সদস্যরা হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় টের পেয়ে অটোরিকশা চালক পালিয়ে গেলেও পাচারকারী আমিন র্যাবের হাতে ধরা পড়ে।
পরে অটোরিশাটিতে তলাশি চালিয়ে এক লাখ ইয়াবা, মাদক লেনদেনের নগদ তিন লাখ টাকা, একটি মোবাইল ফোন উদ্ধার ও অটোরিকশাটি জব্দ হয় বলে র্যাবের এ কর্মকর্তা জানান। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে র্যাব জানায়।