May 2, 2024
জাতীয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

টাঙ্গাইল সদর উপজেলায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) সকাল পৌনে ৭টায় টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার শটিবাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে আব্দুল্লাহ দীপক (৩৫), বগুড়ার দুপচাচিয়া উপজেলার মৃত কাদেরের ছেলে মো. আলেক (৪৫), আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন বাবু (২৫) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. সমতুল্লার ছেলে মো. জুলহাস আলী (৫০)।

আহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাফিজুর রহমানের ছেলে মো. নুরনবী (২৮), একই উপজেলার মো. হাবিব (৩০), রংপুরের মিঠাপুকুর উপজেলার মৃত হোসেন আহমেদের ছেলে মো. লিটন (৩২), রংপুর সদরের ওজিয়ার রহমানের ছেলে মো. শিপন (৩০), পীরগঞ্জ উপজেলার মো. মকবুল হোসেনের ছেলে মো. আনোয়ারুল হক (৫০), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পানকাতা গ্রামের মো. আবুবক্কর সিদ্দিক, বগুড়ার মোছা. তাহমিন (৪০)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বাংলানিজকে জানান, সিমেন্ট ভর্তি একটি ট্রাক বেশ কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিল। পথে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা নামক স্থানে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে সিমেন্টের বস্তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *