ঝিনাইদহে ব্যবসায়ীর পা বাঁধা ঝুলন্ত লাশ, হত্যার অভিযোগ
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝিনাইদহে পাওনা টাকা আদায়ে গিয়ে নিখোঁজ এক গরু ব্যবসায়ীর পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে বৃহস্পতিবার হোসেন আলীর (৬৫) লাশ পাওয়া যায়। তিনি বাবরা গ্রামের মৃত আরশাদ আলির ছেলে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলি বলেন, হোসেন আলী একজন অবস্থাসম্পন্ন ব্যক্তি ছিলেন। জায়গা-জমি বিক্রি করে তিনি গরুর ব্যবসা শুরু করেন। বুধবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য সদর উপজেলার গান্না গ্রামে যান হোসেন। কিন্তু রাতে বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
ওসি বলেন, সকালে গ্রামের একটি আম গাছে হোসেন আলীর ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পাশেই একটি ব্যাগে আম, ছাতা ও তার পায়ের জুতা পড়েছিল। তার দুই পা একসঙ্গে বাঁধা এবং মুখে রুমাল গোঁজা ছিল। ওসি জানান, পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। হোসেন আলীর ভগ্নিপতি ভিকু আীল বলেন, তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।