ঝিনাইদহে প্রথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি ঃ প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে প্রথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, পিটিআই সুপার আতিয়ার রহমান। বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। বক্তারা দেশের প্রতিটি শিশুকে শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্ব দেন তারা।