জ্যোতির ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। পঞ্চম ওভারে ২৩ রানে সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার। শামিমা সুলতানা ৫ ও রুবিয়া হায়দার ৯ রানে আউট হন। চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি। ৫১ রানের জুটির পর বিদায় নেন মোস্তারি। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ১৭। এরপর তৃতীয় উইকেটে রিতুমনি ও জ্যোতি যোগ করেন ৭১ রান।
এর আগে, টসে জিতে ব্যাট করে স্বাগতিকরা। হারশিতা সামাবিক্রমার ৪৫, অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩৮ ও নিলাকশি দি সিলভার ২৯ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। বাংলাদেশের ফাহিমা খাতুন দুটি উইকেট নেন। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটি বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।