জেলা ফুটবল দলের প্রাথমিক দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০। গত ৪দিন ব্যাপি জেলা স্টেডিয়ামে খুলনা জেলা দল গঠনের লক্ষে খেলোয়াড় বাঁছাই অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাঁছাই শেষে ২৬জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়। ঘোষিত দলের খেলোয়াড়দের আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা দলের কোচ মো. আলি আজগর নাসির ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।
নির্বাচিত খেলোয়াড়রা হলেন গোলকিপার : মেহেদী, হৃদয়, আকবর ও সোহেল, রক্ষণভাগ : বাপ্পি, আশরাফুল, বনি ছোট, বনি বড়, মাহফুজ বাবু, বিবেক, সজল, রাব্বি, রাকিব, তপু ও কাশেম, মধ্যমাঠ : সাব্বির, জিয়া, তাজ, লিটন, রায়হান, আয়নাল, স্বপন ও হৃদয়, আক্রমণভাগ : আরিফ, জান্নাত ও রাজু।