December 22, 2024
আঞ্চলিক

জেলা পর্যায়ে ভিশন-২০২০ কমিটির সভা অনুষ্ঠিত

 

 

তথ্য বিবরণী

দেশব্যাপী পরিহারযোগ্য অন্ধত্ব নিবারণকল্পে খুলনা জেলার চক্ষু স্বাস্থ্যসেবায় নিয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাসমূহের সমন্বয়ের গঠিত জেলা পর্যায়ে ভিশন-২০২০ কমিটির সভা গতকাল সোমবার সকালে খুলনা স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সাইটসেভার্সের সহযোগিতায় ভিশন-২০২০ কমিটি এবং খুলনা সিভিল সার্জন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ভিশন-২০২০ কমিটির সভাপতি এবং খুলনার সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক।

সভাপতি বলেন, ২০২০ সালের মধ্যে বাংলাদেশ থেকে অন্ধত্ব কমিয়ে আনতে হবে। পরিহারযোগ্য অন্ধত্বের ঘটনা যেন দেশে না ঘটে সে জন্য চিকিৎসকদের পাশাপাশি এই কমিটির সকলকে একযোগে কাজ করতে হবে। জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। শিশুর যেন ভিটামিন ‘এ’ এর অভাবে না ভোগে সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। শাকসবজির মধ্যে কচুশাকে প্রচুর পরিমাণে ভিটামিট ‘এ’ রয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুল হান্নান, ডাঃ মনোজ কুমার বোস, ডাঃ সৈয়দ আলী এবং শামীমা সুলতানা শিলু প্রমুখ। স্বাগত জানান কমিটির সদস্য সচিব ডাঃ সত্যজিত মন্ডল। ধারণাপত্র উপস্থাপন করেন ডাঃ শীতেষ ব্যানার্জী। সভায় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *