জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল এমপির সুস্থতা কামনায় জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে (শঙ্খ মার্কেট) জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রিপন, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, অসিত বরণ বিশ্বাস, মোজাফ্ফার মোল্যা, জামিল খান।
এ সময় আরও বক্তৃতা করেন রফিকুর রহমান রফিক, মুস্তাফিজুর রহমান রুবেল, রফিকুল ইসলাম লিখন, আমির মোমেন রানা, তানভীর রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, আশিকুজ্জামান তানভীর, কাজী নাজিব, শরীফ মাসুম বিল্লাহ, আরিফুল ইসলাম কাজল, মফিজুর রহমান মুন্না।
এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুর রহমান, শেখ রাসেল, মিঠুন সরদার, রাকিব মাহমুদ, শেখ আশফাকুল ইসলাম, আবিদ হাসান ফাহিম, জুয়েল সরদার, জুবায়ের গোলদার, শেখ সানজু আহম্মেদ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।