December 22, 2024
আঞ্চলিক

জেলায় সেরা আইসিটি ল্যাব নির্বাচিত হলেন কলারোয়ার পাইলট হাই স্কুল

 

 

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০১৯ এর স্ক্র্যাচ ও পাইথন প্রোগ্রামিং প্রতিযোগিতা-১৭ ও ২০ জুন অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় জেলার মধ্যে সেরা ক্ষুদে প্রোগ্রামার নির্বাচিত হয়েছেন।

গতকাল শুক্রবার সকালে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব সাংবাদিকদের জানান- তিন ক্যাটাগরিতে বিজয়ী হওয়ায় পাঁচ জন ক্ষুদে প্রোগ্রামার জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণ করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরুস্কার গ্রহন করবেন। এদিকে ডিজিটাল বাংলাদেশ নির্মানে ক্ষুদে প্রোগ্রামার তৈরীর এ প্রতিযোগীতার আয়োজন করায় সরকার তথা আয়োজনকারী কর্তৃপক্ষকে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রোগ্রামিং প্রশিক্ষক মো: আব্দুর রহমান, সিআরআই প্রতিনিধি সাবরিনা ইয়াসমিন ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *