জেনগরীতে ারপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
খুলনার নিরালার বাসিন্দা নীল কমল বিশ্বাস এর বাড়ির সীমানা দখল করে গেট নির্মাণ ও তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় অভিযোগ করেছেন। খুলনা সদর থানার জিডি নম্বর ১১৫৪, তারীখ ২০.০২.২০২০ইং।
অভিযোগটি দায়ের করেছেন নীল কমল বিশ্বাসের সন্তান পার্থ প্রতিম বিশ্বাস। তিনি বলেন, গত কয়েক বছর ধরে জোরপূর্বক আমাদের বাড়ির সিমনা আটকে জোরপূর্বক গেট করে দখল করে রেখেছেন আমাদের প্রতিবেশী জীতেন্দ্র নাথ বিশ্বাস। বার বার তাদের বলার পরে ও তারা গেট অপসারনও করেন না। বা জমি পরিমাপ করে আইনিভাবে সমস্যার সমাধানে কোন কার্যকর পদক্ষেপও নেন না। পরে নিরুপায় আমি আজ গেট ও দেয়াল অপসারন করি গতকাল বৃহস্পতিবার সকালে। এ সময় জীতেন্দ্র নাথ বিশ্বাস ও তার ছেলে মিথুন্দ্র নাথ বিশ্বাস ওরফে মিথুন সহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমাকে ও আমার মা (কাজল লতা বিশ্বাস) এবং আমর পিতা (নীল কমল বিশ্বাস) কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমাদের প্রাণনাশের হুমকি দেয়। মিথুন সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় এর পূর্বেও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এ কারণে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।