জীবননগরে মৃত বৃদ্ধার করোনা হয়নি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সর্দি-জ্বর কাশি ও ডায়রিয়ায় মৃত বৃদ্ধার (৬৫) শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
মৃত্যুর ৫ দিন পর ওই বৃদ্ধার নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য জানা যায়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, করোনা উপসর্গে মৃত বৃদ্ধার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। পাঁচদিন পর আইইডিসিআর থেকে পরীক্ষার প্রতিবেদন হাতে এসে পৌঁছায়। সেখানে ওই বৃদ্ধার করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। অর্থাৎ তার শরীরে করোন ভাইরাসের উপস্থিতি মেলেনি।
গত ১১ এপ্রিল রাতে উপজেলার হাসাদহ গ্রামে সর্দি-কাশি জ্বর ও ডায়রিয়ায় মারা যান ওই বৃদ্ধা। প্রাথমিকভাবে চিকিৎসকরা করোনা উপসর্গ চিহ্নিত করে তার নমুনা সংগ্রহ করেন। সেসঙ্গে তার বাড়িসহ চারটি বাড়ি ওইদিনই লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।