April 20, 2024
জাতীয়

জাহাজ থেকে ছিটকে পড়লো ৪৩টি কন্টেইনার

দক্ষিণাঞ্চল ডেস্ক

খারাপ আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে একটি জাহাজ থেকে পণ্যবাহী ৪৩টি কন্টেইনার ছিটকে সাগরে পড়ে গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সুমদ্রের ভাসানচর লাল বয়ার কাছে দেশি কন্টেইনারবাহী জাহাজ ‘কেএসএল গ্ল্যাডিয়েটর’ থেকে কন্টেইনারগুলো পড়ে যায় বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে ৮৩টি কন্টেইনার নিয়ে ঢাকার পানগাঁওয়ে যাচ্ছিল। খারাপ আবহাওয়ায় হাতিয়া চ্যানেলের অদূরে ভাসানচর লাল বয়ার কাছে জাহাজটি ব্যাপক দুলছিল। এসময় কন্টেইনারগুলো ছিঁড়ে সমুদ্রে পড়ে যায়। কন্টেইনারগুলো ভেসে ভাসানচর উপকূলের দিকে যাচ্ছে। ওই চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো বিঘœ হচ্ছে না।

বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা বলেন, জাহাজ কর্তৃপক্ষকে কন্টেইনারগুলোর মুভমেন্ট পর্যবেক্ষণে রাখার জন্য বলা হয়েছে। আমরাও খোঁজ রাখছি। তবে ওই কন্টেইনারগুলোতে কি পণ্য ছিল তা জানা যায়নি। করিম গ্র“পের মালিকানাধীন করিম শিপিং লাইনসের জাহাজ ‘কেএসএল গ্লাডিয়েটর’ দেশি-বিদেশি বন্দরে পণ্য সরবরাহ করে থাকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *