জামালপুরে বন্যার পানিতে শিশুসহ ৪ জনের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে প্রশাসন জানিয়েছে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মো. তাজুল ইসলাম জানান, রবিবার দুপুরে উপজেলার সূর্যনগর পূর্বপাড়া গ্রামে এ চারজনের মৃত্যু হয়।
এরা হলো- উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কুতুবের চর গ্রামের ইয়াসীন মিয়ার ছেলে স্বাধীন (২), মেরুরচর ইউনিয়নের রবিয়ার চরে আব্দুল শেখ (৭০), শাহীন মিয়ার মেয়ে সুজনী আক্তার (১১) ও মোশারফ হোসেনের মেয়ে সাথী (৮)। তাদের মধ্যে সুজন ও সাথী তারা সম্পর্কে চাচাতো বোন।
ইউএনও তাজুল বলেন, সুজনী ও সাথী বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।