জামালদের কতদিন কোয়ারেন্টাইন করতে হবে কাতারে?
করোনাভাইরাসের উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করে যে ৬টি দেশের জনগনের ওপর কাতার সফরের বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তার মধ্যে আছে বাংলাদেশ ও ভারত। এই দুটি দেশের জাতীয় ফুটবল দল মাধ্যপ্রাচ্যের দেশটিতে যাবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে। বাংলাদেশ দল ২১ বা ২২ মে দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও ফিলিপাইনের যাত্রীদের দোহায় গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর করোনাপরীক্ষা তো আছেই কয়েক দফা। সবকিছু মিলিয়ে কাতার ফুটবল অ্যাসোসিয়েন (কিউএফএ) আছে মহা সমস্যায়। এএফসি চাচ্ছে যে কোনোভাবে নির্ধারিত সময়েই বাছাইয়ের বাকি ম্যাচগুলো শেষ করা। কাতার ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচ আয়োজনে প্রস্তুত।
তবে ফুটবল দলের জন্য কোয়ারেন্টাইনের সময় না কমালে বাংলাদেশ ও ভারতের সেখানে গিয়ে খেলা কঠিন হবে।
‘কোয়ারেন্টাইন নিয়ে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) দেনদরবার করছে তাদের সরকারের সঙ্গে। যে ৬ দলের যাত্রীদের কাতার ভ্রমণে কঠোর বিধিনিষেধ তার মধ্যে দুটি বাংলাদেশ ও ভারতের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে সেখানে। আমরা এ নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে। তারা সরকারের সাথে কোয়ারেন্টাইনের সময় কমিয়ে আনার চেষ্টা করছে। এএফসির সঙ্গেও আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করি দ্রুতই কোয়ারেন্টাইন কয়দিন করতে হবে সে সিদ্ধান্ত আমরা জানতে পারবো’-বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
দোহায় বাংলাদেশ বাকি তিন ম্যাচের প্রথমটি খেলবে ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে। ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপ ২০২২ এর বাছাই মিশন শেষ করবে লাল-সবুজ জার্সিধারীরা। আগের ৫ ম্যাচের একটিতে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে জেমির দল।
এই তিনটি ম্যাচই ঘরের মাঠে (সিলেটে) ছিল জামালদের। কিন্তু করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় ম্যাচ পিছিয়ে সেন্ট্রাল ভেন্যুতে নিয়ে যায় এএফসি। এর মধ্যে কাতারের বিপক্ষে বাকি থাকা অ্যাওয়ে ম্যাচটি গত ৪ ডিসেম্বর দোহা গিয়ে খেলে এসেছে বাংলাদেশ।