April 25, 2024
জাতীয়

জাতীয় ভোটার দিবস আগামী ১ মার্চ

দ: প্রতিবেদক

ভোটার হবো ভোট দিবো-এই  শ্লোগানকে সামনে রেখে আগামী ১ মার্চ খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত হবে। প্রথমবারের মতো সারা দেশের সাথে একযোগে দিবসটি পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গতকাল মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস সভার আয়োজন করে।

সভায় সিদ্বান্ত অনুসারে দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ঐদিন সকাল নয়টায় নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু করে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। পাশাপাশি ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিরা জন্মসনদ দেখিয়ে তাৎক্ষনিকভাবে ভোটার হতে পারবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন, নিশ্চিন্ত কুমার পোদ্দার, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, কেএমপির উপপুলিশ কমিশনার এসএম ফজলুর রহমানসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন সরকারি অফিসের উর্দ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *