December 21, 2024
জাতীয়

জাতীয় পার্টির সম্মেলন ২৮ ডিসেম্বর

দক্ষিণাঞ্চল ডেস্ক

জাতীয় পার্টির জাতীয় সম্মেলন আগামী ২৮ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। ওই দিন রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার দুপুরে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্যদের সভায় এ সিদ্ধান্ত দেওয়া হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, চট্টগ্রাম-৮ আসনের আসন্ন উপ-নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে এ নির্বাচনে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির প্রাথী হিসেবে মনোনিত করা হয়েছে।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, হাবিবুর রহমান, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, সোলায়ম আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আখতার, ব্যারিস্টার দিলারা খন্দকার, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখত, কাজী মামুনুর রশীদ, নাজমা আখতার, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।

চেয়ারম্যানের বিশেষ আমন্ত্রণে পার্টির সংসদ সদস্যরা মধ্যে উপস্থিত ছিলেন রওশন আরা মান্নান, শরিফুল ইসলাম জিন্নাহ, লিয়াকত হোসেন খোকা, আহসান আদেলুর রহমান, নুরুল ইসলাম তালুকদার ও পনির উদ্দিন আহমেদ প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *