জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র্যালী, চিত্রাঙ্কন ও সভা অনুষ্ঠিত।
দাকোপ প্রতিনিধি
“দূর্যোগে মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে উপজেলা প্রশাসনে উদ্যোগে ও বিভিন্ন এনজিও সহযোগীতায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালী, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল কাদের শেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, আবুল হোসেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় বিশ্বাস, চালনা বাজার সরকার বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক সুরেন্দ্র কুমার রায়, শিক্ষক মিজানুর রহমান, এস এম আঃ কাদের, ইউপি সদস্য আবু মুছা সানা,শিক্ষক সাগর সেন, পিআইও অফিস সহকারী মোঃ আলম হোসেনসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী বৃন্দ,এনজিও প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।