জাতির পিতার সমাধিতে নৌ প্রতিমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের অংশ হিসাবে শনিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিএন, বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান খাজা মিয়া (অতিরিক্ত সচিব) ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) বেগম ইয়াসমিন আফসানা (য্গ্মুসচিব) সহ নৌ-পরিবহণ মন্ত্রণালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগন। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া পাঠ ও মোনাজাত করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ