জলমায় গ্রামবাসীর মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটার জলমা কচুবুনিয়া গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় জয় শংকার মহশ্মশান চত্ত¡রে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, জেলা সৈনিক লীগের সভাপতি এসএম ফরিদ রানা, বীরমুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র বিশ্বাস ও বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়।
আওয়ামী লীগ নেতা সুবীর মল্লিকের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বিপ্লব মল্লিক, বিজয় রায়, সুকন্ঠ মন্ডল, ঠাকুর গাঙ্গুলি, বিকাশ বালা, গৌর রায়, কৃষ্ণ ঢালী, মনি মহোন ঘোষ, নিরান বাড়ই এবং বন্ধনা রায়। সভায় গ্রামবাসী কাজীবাছা নদীর অব্যহত ভাঙ্গনে গৃহহারা মানুষের মানবতার জীবন কাহিনী তুলে ধারেন এবং সাহায্যের আকুতি জানান। অনুন্নত গ্রামটি উন্নয়নের আহবান জানান।