জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুরের দেওয়ানগঞ্জে দুই ভাই নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানায় পুলিশ। নিহত দুই ভাই ইউসুফ আলী (৪৫) ও আব্দুল জলিল (৪০) দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া গ্রামের হারান আলীর ছেলে।
দেওয়ানগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া গ্রামে জমি নিয়ে জাকির মেম্বারের সাথে হারান আলীর বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে হারান আলী দুই ছেলেকে নিয়ে ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে জাকির মেম্বারের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে হারান আলী (৭০), হারান আলীর ওই দুই ছেলে, প্রতিবেশী আব্দুল খালেক (১৮) ও আবদীন (৪৩) গুরুতর আহত হন বলে জানান তিনি। নিহত ইউসুফ ও জলিলকে প্রথমে ময়মনসিংহে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হারান আলী, আব্দুল খালেক ও আবদীন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানান ওসি।
ওসি ময়নুল জানান, এর লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। লাশ দুইটির ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর দেওয়ানগঞ্জ নেওয়া হবে।