January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

জনগণের ভোটের অধিকার ফিরে পেতে রাজপথে নামতে হবে : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি
দেশের জনগনের ভোটে অধিকার ফিরিয়ে আনতে জনগনকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামতে হবে। দুর্নীতি, অপশাসন, বিরোধী মত দমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার জনসমর্থন হারিয়ে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে আছে। গণবিরোধী এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে গনতান্ত্রিক আন্দোলন সফল করতে হবে।
শনিবার খুলনা সিটি কর্পোরেশনের ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন।
২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি খান বদরুল আনাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা উপ-নির্বাচনে ৩ ওয়ার্ডের ভোটারদের বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুককে বিজয়ী করতে ভোট কেন্দ্রে যেয়ে বই প্রতীকে ভোট দেবার আহবান জানান। নেতৃবৃন্দ বিএনপি ও অঙ্গ দলের সকল পর্যায়ের নেতা-কর্মিদের সকল ভয়ভীতি উপেক্ষা করে নির্বাচনী মাঠে থাকার আহবান জানান। কর্মি সভার প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, রেহেনা ঈসা, মহিবুজ্জামান কচি, গিয়াস উদ্দিন বনি, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, মেজবাহ উদ্দিন মিজু, কে এম মাহবুব আলম, রোকেয়া ফারুক, মাহবুবুর রহমান লিটু, সেলিম বড় মিয়া, মেজবাউল আলম পিন্টু, ফারুক আহমেদ, কবির বিশ্বাস, কামরুল বিশ্বাস, রাজিবুল আলম বাপ্পী, মুশফিকুর রহমান অভি, ইশমত আরা কাকন, শেখ আল মামুন, শিখা, আলমগীর হোসেন, খোকন, হৃদয়, শিহাব, কবির প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *