December 30, 2024
জাতীয়

ছাগলে খেয়েছে ক্ষেত, হামলায় নিহত কৃষক

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত এবং তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সবুজ হোসেন  (৩২) মুরারীদহ গ্রামের ফজলুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে মজিদের ছাগলে সবুজ হোসেনের ক্ষেতের কিছু গাছ খেয়ে ফেলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে গ্রামের কিছু মানুষ তাদের মধ্যে এ ঘটনার মিটমাট করে দেন। তবে বিকালে সবুজ ও তার চাচাত ভাই রানা মাঠে কাজ করার সময় মজিদসহ আরো কয়েকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। তাদের চিৎকারে সবুজের ছোটভাই শাকিল ও মা আমেনা বেগম ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে ওরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করে বলে জানান তিনি।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিজওয়ানা জানান, আহত চারজনের মধ্যে তিনজনের জখম গুরুতর ছিল। চিকিৎসাধীন অবস্থায় সবুজ হোসেন মারা যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি আরো জানান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *