চ্যাটজিপিটি দিয়ে ভুয়া খবর তৈরির দায়ে চীনে এক ব্যক্তি গ্রেপ্তার
উইচ্যাটে পোস্ট করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর গানসু প্রদেশের জননিরাপত্তা ব্যুরো বলেছে, হং নামের ওই ব্যক্তি ‘ভুয়া তথ্য বানানোর জন্য আধুনিক প্রযুক্তিগত পদ্ধতিগুলোকে কাজে লাগিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দিয়েছেন।’
তদন্তে জানা গেছে, হং চ্যাটবট প্রযুক্তি ব্যবহার করছিলেন, যা চীনে নিষিদ্ধ হলেও ভিপিএন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে তিনি ভাইরাল ঘটনার প্রতিবেদনগুলো সংশোধন করে পুনরায় পোস্ট করেন। তিনি তদন্তকারীদের বলেছেন, উইচ্যাটের বন্ধুরা তাকে দেখিয়েছে, কিভাবে খবরের লিংকে ক্লিকের বিনিময়ে অর্থ পাওয়া যায়।
কর্তৃপক্ষের মতে, এই অপরাধের জন্য হংয়ের কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।