চেতনা ‘৭১ কতৃক “ইতিহাসের কালো অধ্যায় ও একটি আদর্শের হত্যাচেষ্টা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
রেজওয়ান আহম্মেদ, খুবি প্রতিনিধি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার্থীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার প্রধান সংগঠন “চেতনা-৭১” এর উদ্যোগে “ইতিহাসের কালো অধ্যায় এবং একটি আদর্শের হত্যাচেষ্টা” শিরোনামে আয়োজিত ওয়েবিনার সফলভাবে শেষ হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ড. মেসবাহ কামাল। তিনি বঙ্গবন্ধুর যাপিত জীবন, আদর্শ এবং তার আদর্শ বাস্তবায়নে বর্তমান প্রজন্মের করণীয় সবিস্তারে আলোচনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু নির্দিষ্ট কোনো দল বা জাতি-গোষ্ঠীর নয় বরং তাকে অস্বীকার করলে বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করা হবে। বঙ্গবন্ধু কোনো ব্যক্তি ছিলেন না বরং তিনি ছিলেন একটা পূর্ণ আদর্শের প্রতিনিধি এটা অনুধাবন করাটা জরুরি এবং তাকে হত্যাও করা হয়েছিলো আদর্শগত কারনে। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর লেখা যে তিনটি বই পেয়েছি, বঙ্গবন্ধুকে বোঝার জন্য, তৎকালীন রাজনীতিকে বোঝার জন্য, সর্বোপরি বাংলাদেশকে এবং তার আদর্শকে বোঝার জন্য সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আজীবন অসাম্প্রদায়িকতাকে লালন করে গেছেন এবং একারণেই হয়তো তিনি স্বাধীনতা বিরোধী শক্তির রাজনৈতিক রোষানলের শিকার হয়েছিলেন। তবে একথা দৃঢ়তার সাথে বলতে চাই একটা সত্য সুন্দর আদর্শকে হত্যার চেষ্টা করা যায় কিন্তু হত্যা করা যায় না। এছাড়াও তিনি শিক্ষার্থী এবং শ্রোতাদের অনেক প্রশ্নের জবাব দেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবির, এফএমআরটি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শেখ তারেক আরাফাত এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক মো: আল আমিন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপনী বক্তব্য রাখেন চেতনা’ ৭১ এর সভাপতি সজীব সাহা। তিনি বলেন, আমরা আজকের এ অনুষ্ঠান থেকে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তার আদর্শকে যদি আমরা ধারণা করতে পারি এবং তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারি তাহলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে। সাথে সাথে তিনি চেতনা ‘৭১ এর পরবর্তী মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার কাজে ড. মেসবাহ কামাল স্যার এর সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, চেতনা ‘৭১ দীর্ঘ দশ বছর ধরে খুবি শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিস্তার এবং সঠিক ইতিহাস চর্চায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।