May 20, 2024
আন্তর্জাতিক

চীন চায় আমি যেন প্রেসিডেন্ট নির্বাচনে হারি: ট্রাম্প

করোনা ভাইরাস মহামারিতে চীনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে হারানোর জন্য ‘যে কোনো কিছুই করতে পারে চীন’।

বুধবার (২৯ এপ্রিল) হোয়াইট হাউসে বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেইজিং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য অনেক পরিণাম ভোগ করছে।’

সংক্রমণ সম্পর্কে চীনের আরও আগেই পৃথিবীকে জানানো উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। অথচ পুনর্নির্বাচনের ক্যাম্পেইনে অর্থনৈতিক উন্নয়নের কথাই বেশি প্রচার করছিলেন ট্রাম্প।

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় পর্যাপ্ত উদ্যোগ না নেওয়ার অভিযোগেও সমালোচিত হচ্ছেন তিনি।

এদিকে চীনের সঙ্গে চলমান ‘বাণিজ্য যুদ্ধে’ যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে এনিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ট্রাম্প বলেন, ‘অনেক কিছুই করতে পারি আমি। কী ঘটেছে সেটি দেখছি আমরা।’

তিনি আরও বলেন, ‘এ প্রতিযোগিতায় আমাকে হারানোর জন্য যে কোনো কিছুই করতে পারে চীন।’

রিপাবলিকান এ প্রেসিডেন্ট বিশ্বাস করেন, নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে জেতাতে চায় চীন।

করোনা ভাইরাস মহামারিতে রোগীর সংখ্যা ও মৃত্যু উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ৩৯ হাজার ৯০৯ এবং তাদের মধ্যে মারা গেছেন ৬০ হাজার ৯৬৬ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *